Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নতুন ভোটার হওয়ার জন্য যে সকল দলিলাদি প্রয়োজন

১। নিবন্ধন ফরম (ফরম-২) [নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করার পর ডাউনলোডকৃত ফরম]

২। অনলাইন জন্ম সনদ

৩। নাগরিকত্ব সনদ

৪। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৫। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (বিবাহিত পুরুষ/মহিলার ক্ষেত্রে)

৬। চৌকিদারি কর রশিদ/ পৌরকর রশিদ

৭। বিদ্যুৎ বিল/গ্যাস বিল/ পানি এর বিলের কপি

৭। শিক্ষাগত যোগ্যতা সনদ (পিএসসি/জেএসসি/এসএসসি সনদ)

৮। রক্তের গ্রুপ রিপোর্ট

৯। পাসপোর্টের ফটোকপি (প্রবাসী ভোটারদের ক্ষেত্রে)

[ নিবন্ধন ফরম (ফরম-২) এ ৩৪ নং ফিল্ডে শনাক্তকারীর NID নং অংশে পিতা/মাতা/ভাই/বোন/স্বামীর জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ৩৫ নং ফিল্ডে স্বাক্ষর নিতে হবে। ৪০ নং ফিল্ডে যাচাইকারীর NID নং অংশে সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন পরিষদের মেয়র/চেয়ারম্যান/ কাউন্সিলর/মেম্বার এর নাম ৪১ নং ফিল্ডে জাতীয় পরিচয়পত্র নম্বর ৪২ নং ফিল্ডে স্বাক্ষর ও সিল নিতে হবে। আবেদনকারীকে অবশ্যই স্বাক্ষর প্রদান করতে হবে। ]


[বিঃ দ্রঃ অনলাইনে আবেদনদকৃত ফরম-২ অফসেট A4 কাগজে প্রিন্ট করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে]